আবারও ঘরের মাঠে চ্যাম্পিয়নদের হেনস্থা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৫ ১১:৪৯:৫৮


ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমটি ঘরের মাঠে চ্যাম্পিয়নদের জন্য বড়সড় চ্যালেঞ্জ নিয়েই হাজির হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নিজেদের ঘরের মাঠে হেরেছে টানা ছয়টি ম্যাচ। একটানা না হারলেও, ঘরের মাঠে স্বস্তি পাচ্ছে না ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দল প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)।

রোববার রাতে নিজেদের ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সে অবনমন সারির দল নান্তের কাছে ১-২ গোলে হেরে গেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচে আগে গোল করেও ফলাফল নিজেদের পক্ষে রাখতে পারেনি পিএসজি। যা কি না চলতি মৌসুমে লিগে তাদের সপ্তম এবং ঘরের মাঠে চতুর্থ পরাজয়।

ম্যাচের ৪২ মিনিটের সময় প্রথম গোলটি করেন হুলিয়ান ড্রাক্সলার। নান্তের রক্ষণভাগের ভুলে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে জার্মান মিডফিল্ডার। এর আগে অন্তত পাঁচবার নান্তের রক্ষণে হানা দিয়েও গোলরক্ষক আলবান লাফোন্তের কাছে পরাস্ত হয় পিএসজি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ফিরে স্বাগতিকদের চেপে ধরে নান্তে। ম্যাচের ৫৯ মিনিটের সময় সমতাসূচক গোল করেন রান্দাল কোলো মুয়ানি। এর আগে অবশ্য ৪৭ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়েও জালের বাইরে মেরে বসেন কাইলিয়ান এমবাপে।

সমতা ফেরানোর পর লিড নিতে আর ১২ মিনিট সময় নেয় অতিথি দল নান্তে। এবার মুয়ানির পাস থেকে জয়সূচক গোলটি করেন মোসেস সিমন। ম্যাচের বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি পিএসজি। ফলে জয়হিন থেকেই মাঠ ছাড়তে হয় তাদের।

এ পরাজয়ের এখন ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়ে গেছে পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। পিএসজির সমান ম্যাচে সমান ৬০ পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে লিয়ন। অন্যদিকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে নান্তে।