হিলিতে কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৫ ১৪:০৬:১৫
সম্প্রতি সরবরাহ কম থাকার কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। বন্দরের আমদানিকারকরা জানিয়েছেন পেঁয়াজ আমদানির এমন ধারা অব্যাহত থাকলে আসন্ন রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।
২০২০ সালে ১৪ সেপ্টেম্বর পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। সম্প্রতি পেঁয়াজ উৎপাদন বাড়ায় ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সাড়ে তিন মাস বন্ধের পর গত ২ জানুয়ারি পেঁয়াজ আমদানি শুরু হয়। পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ ও দেশী পেয়াজের দাম কমের কারণে পড়তা না থাকায় ২৭ জানুয়ারি থেকে আবারো পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো দেশী পেঁয়াজের সরবরাহ কম ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ৪ মার্চ আমদানি শুরু হয়।
বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩০-৩১ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৬-৩৭ থেকে কমে ৩২-৩৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাউথের নতুন জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সানবিডি/এনজে