আরও ৬ মাস বাড়ল খালেদার মুক্তির মেয়াদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৫ ১৪:১৬:৩৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত কর্তৃক দেওয়া দন্ড স্থগিত করে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বাড়ানো এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন।
আজ সোমবার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান ।
এ ব্যাপারে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ-সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে, আজকেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।’
বেগম জিয়া এই সময়ে দেশের যে কোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে পারবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন সচিব।
সানবিডি/এনজে