বুধবার বঙ্গবন্ধুর জন্মদিনে পুঁজিবাজারের লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১০:১০:৫৩


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আগামীকাল ১৭ মার্চ (বুধবার)। এদিন দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের লেনদনও বন্ধ থাকবে।

জানা গেছে, ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

জাতির পিতার জন্মদিন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বন্ধের পর ১৮ মার্চ দেশের অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও চালু হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:১০/১৬/৩/২০২১