মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৩-১৬ ১৯:৪২:৫৪
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম অভিযোগ আমলে নিয়েছেন।
মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সরকার জানান, আদালত আজ বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। কিন্তু, আদালত কোনো আদেশ দেননি।
মামলায় মিনু ছাড়া বাকি তিন আসামি হলেন— রাজশাহী বিভাগের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মকবুল।
এর আগে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আদালতে হাজির হয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ করেন। আদালত বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়।
গত ৯ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সম্মেলনে ‘১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি করা’ বিষয়ক মন্তব্যের জন্য মিনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের অনুমতি চেয়েছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অনুমতি দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে অনুমতিপত্র পাঠায়।