চতুর্থ শিল্প বিপ্লবে হারতে চায় না বাংলাদেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৭:৫৩:২৯


পূর্বের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে পড়লেও চতুর্থ শিল্প বিপ্লবে হারতে চায় ‍না বাংলাদেশ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যকে সামনে রেখে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয় সরকার। যা এখন আর স্বপ্ন নয়, অনেকটাই বাস্তব। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্রহণে কাজ করছে সরকারের সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে এমন সব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে জানা যায়, বর্তমান বিশ্ব সভ্যতাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশে সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, একই সঙ্গে উৎপাদন ও সেবা প্রদানের স্তর বিলুপ্ত হতে পারে। ফলে ক্ষেত্রবিশেষে কর্মহীনতার সম্ভাবনা রয়েছে। এ সবকেই চ্যালেঞ্জ মনে করেন সংশ্লিষ্টরা।

এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বায়নের প্রেক্ষাপটে সব পর্যায়ে দক্ষ মানব সম্পদ সৃষ্টির জন্য যুগোপযোগী দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন, কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক পেশাগত প্রশিক্ষণের মান উন্নয়নের মাধ্যমে শ্রমশক্তির দক্ষতা বাড়ানোর জন্য কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

সানবিডি/এনজে