বইমেলার উদ্বোধন বৃহস্পতিবার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৮:৪৬:১৪
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে এবারে মাস দেড়েক পর শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমির নিয়মিত বাৎসরিক আয়োজন বইমেলা। আগামী বৃহস্পতিবার (১৮ মার্চ) শুরু হচ্ছে এই মেলা। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় মেলা মাঝ পথে স্থগিতও করা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যবারের মতো এবারও বইমেলা উদ্বোধন করবেন । তবে সশরীরে নয়, ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন তিনি। আর মেলার প্রথম দিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইটির ইংরেজি সংস্কণের মোড়ক উন্মোচন হবে।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য জানান।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করবেন। প্রথম দিন বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের মোড়ক উন্মোচন হবে। তবে করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে।
সানবিডি/এনজে