ট্রেক আবেদনের সময় বাড়িয়েছে ডিএসই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ০৭:৩৮:৫৪


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) আবেদনের সময় বাড়িয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত নতুন ট্রেক নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এর আগে দেওয়া নোটিশ অনুযায়ী আগামী ১৮ মার্চ ছিলো আবেদনের শেষ দিন।

উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ডিএসইর ৯৯০তম পরিচালনা পর্ষদের সভায় দেশের প্রথম, প্রধান ও নেতৃত্বদানকারী ডিএসই সংশ্লিষ্ট আইনসমূহ, স্কীম, বিধিমালা ও প্রবিধানমালার বিধানাবলী মোতাবেক যোগ্যতার ভিত্তিতে ট্রেক দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ট্রেক হলো পুঁজিবাজারে লেনদেনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ারের লেনদেন করবেন। এ হিসেবে ট্রেক অনেকটাই ব্রোকার হাউসের মতো। তবে ট্রেকের মালিকরা ব্রোকারেজ হাউসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার পাবে না।

এর আগে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর এটি চুড়ান্ত করে কমিশন।

ট্রেক ইস্যুর সিদ্ধান্ত নিলো ডিএসই

৫ কোটি টাকায় মিলবে ডিএসইর ট্রেক: জামানত ৩ কোটি

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর