ভুট্টার দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৪:০৫:১৪
ভুট্টার দাম বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। মঙ্গলবার দেশটিতে গত আট দিনের রফতানি রেকর্ডের শীর্ষে উঠে আসে শস্যটি। মার্কিন সরকারের রিপোর্ট অনুযায়ী, ভুট্টার রফতানি চাহিদা দিন দিন বাড়ছে। একই সময়ে সয়াবিন রফতানি স্থিতিশীল থাকলেও কমেছে গম রফতানি। খবর রয়টার্স।
এ ব্যাপারে শিকাগো বোর্ড অব ট্রেডের তথ্য অনুযায়ী, ভুট্টার রফতানি মূল্য প্রতি এক-চতুর্থাংশ বুশেলে দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। এর আগে ভুট্টার দাম বেড়ে প্রতি অর্ধ-বুশেল ৫ দশমিক ৫২ ডলার ছিল।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি পরিকল্পনাবিষয়ক পরিচালক টবিন গেরি বলেন, যুক্তরাষ্ট্রের রফতানি ছাড়পত্রে খুব দ্রুতই শস্যটির দাম বাড়ছে।
মার্কিন কৃষি বিভাগের সাপ্তাহিক এক রিপোর্টে দেখা যায়, ভুট্টার আমদানি বেড়ে ২২ লাখ ৪ হাজার টনে পৌঁছেছে, যা আগের সপ্তাহে ছিল ১৬ লাখ ৭৩ হাজার টন।
সানবিডি/এনজে