হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৪:৩২:০২


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বুধবার দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।

সানবিডি/এনজে