বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৬:৪১:৫৩
নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে দেশটি ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে।এগুলোর মধ্যে চারটি সিলেটের জন্য। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার তথ্য মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এক ক্ষুদে বার্তায় পাঠিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
মোদির আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কভিড মহামারি শুরুর পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম বিদেশ সফর। এটি ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন।
সানবিডি/এনজে