নোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৭:২২:৪৪
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস-২০২১ পালিত হয়েছে।
১৭ ই মার্চ (বুধবার) এ উপলক্ষে নোবিপ্রবিতে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উক্ত আয়োজনের শুভ উদ্বোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও পথশিশুরা।
পথশিশুদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে চলচিত্র প্রদর্শনী ও দুপুুরের খাবারের আয়োজন করা হয়। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ অনুষ্ঠান এবং বিকেলে পথশিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানবিডি/এনজে