ছাদ বাগান করলেই ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৭ ১৯:২৩:৩৩


যে সমস্ত বাসা-বাড়িতে ছাদ বাগান বা ছাদে বৃক্ষরোপন করা হবে সে সমস্ত বাড়ির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এখন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী। আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে সকল উন্নয়ন সহযোগী দেশ এবং সংস্থাকে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের দেশকে জানি। আমার দেশের মাটি ও মানুষ, সংস্কৃতি, গাছপালা এবং পশু পাখিদের জানি । তাই উন্নয়ন প্রকল্প নির্বাচন, বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার অর্থায়নের সময় আমাদের চিন্তা চেতনা এবং সিদ্ধান্তের সাথে সমন্বয় করে করা উচিত।

সানবিডি/এনজে