রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধি দল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ২০:৫০:০৬
কক্সবাজার শরণার্থী শিবির থেকে সম্প্রতি কয়েক ধাপে পাঠানো রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচরে পৌঁছেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ইউএনএইচসিআর বাংলাদেশের সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে ১৮ জনের প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছায়।
এ ব্যাপারে ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, প্রতিনিধি দলটি বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত ভাসানচরে থেকে পরিবেশ-পরিস্থিতি দেখে সেখানে স্থানান্তরিত রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার বিষয়ে বৈঠক করবে। তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা ভাসানচরে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেলে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। রোহিঙ্গাদের সেখানকার সুযোগ-সুবিধার কথা শোনেন।
সানবিডি/এনজে