এজিএমের অনুমতি পেয়েছে আমানের দুই কোম্পানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৮ ১২:০৯:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স ও আমান ফিড লিমিটেড বার্ষিক সাধারণ সভার অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উচ্চ আদালত কোম্পানি দুইটিকে এজিএমের অনুমতি দিয়েছে। কোম্পানি দুইটিকে খুব অল্প সময়ের মধ্যে এজিএমের তারিখ ঘোষণা ও এজিএম অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:০৯/১৮/৩/২০২১