পেট্রাপোলে পাঁচ হাজার পণ্যবাহী ট্রাক আটকা,ব্যবসায়ীদের লোকসান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৮ ১৪:২৪:১২
যশোরের বেনাপোল স্থলবন্দরের ওপারে পেট্রাপোলে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আমদানি পণ্য নিয়ে আটকা পড়েছে পাঁচ হাজারেরও বেশি ট্রাক। ব্যবসায়ীদের অভিযোগ, অর্থ আদায়ের জন্য সিন্ডিকেটের মাধ্যমে এ পণ্যজট তৈরি করা হয়েছে। এতে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের ট্রাকপ্রতি দৈনিক ২ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। এ হিসাবে প্রতিদিন বাংলাদেশী ব্যবসায়ীদের কাছ থেকে ১ কোটি টাকা জরিমানা আদায় করছে এ সিন্ডিকেট।
এ ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ, পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার একটি সিন্ডিকেট কালিতলা পার্কিং সৃষ্টি করেছে। এখানে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের জন্য আসা ট্রাকগুলো জোরপূর্বক আটকে রাখা হয়। পরে ট্রাকপ্রতি দৈনিক ২ হাজার টাকা জরিমানা আদায় করছে তারা। বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। আন্দোলন করছেন ব্যবসায়ীরাও। কিন্তু কোনো কিছুই যেন কাজে আসছে না।
সানবিডি/এনজে