শেয়ার বিক্রি করবে পাওয়ার গ্রিডের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৮ ১৫:৩৩:৩৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এক কর্পোরেট উদ্যোক্তা সাড়ে ৩ কোটি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্পোরেট পরিচালক বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে পাওয়ার গ্রীডের ৫৬ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৩০৮টি শেয়ার রয়েছে। এখন থেকে কর্পোরেট উদ্যোক্তা বিপিডিবি ৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৪৪১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে বিপিডিবিকে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৩৩/১৮/৩/২০২১