প্রথম ওয়ানডে ম্যাচেই খেলতে পারেন তামিম!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৮ ১৮:৩৮:৫৯
নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দলে আঘাত হেনেছে ইনজুরি।মোসাদ্দেক হোসেনের পর অধিনায়ক তামিম ইকবালও ইনজুরিতে পড়েছেন। এ খবর এরই মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে টিম বাংলাদেশের ম্যানেজমেন্টের কপালে। সঙ্গে তো ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা আছেই।
হালকা হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের। যে কারণে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশ নামে খেলা হলেও তামিম নিজে মাঠে নামেননি ব্যাট করতে। তখনই গুঞ্জন শুরু হয়, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন তো অধিনায়ক? তার কী অবস্থা? পুরো সিরিজই মিস হয়ে যাবে নাকি।
তবে তামিম ইকবাল নিজেই খেলতে পারা না পারার বিষয়ে জানিয়েছেন।তিনি সর্বোচ্চ আশাবাদী, প্রথম ম্যাচ থেকে খেলার ব্যাপারে। তিনি বলেছেন, প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা বেশি।
সানবিডি/এনজে