পূবালী ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৮ ১৯:২৭:৩৮
পূবালী ব্যাংক লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুসারে ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) এজেন্ডা-৫ অর্থাৎ পরিচালকগণের নির্বাচন পুনরায় করার আদেশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হয়।
গত ১৭ আগস্ট হাইকোট ডিভিশন এ আাদেশ দেন। উক্ত রায়ের প্রেক্ষিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুসারে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরিচালকগণের নির্বাচন করার নিমিত্তে পূবালী ব্যাংক লিমিটেডের ৩৭তম এজিএম
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মনজুরুর রহমান। বর্তমান করোনা মহামারীর কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করেন।