মিয়ানমারে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারীর প্রাণহানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২০ ১৪:২২:২১
মিয়ানমারে জোরপূর্বক ক্ষমতাগ্রহণকারী জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শুক্রবার রাতে আরও দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় দেশটির জান্তা সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এশীয় প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোও মিয়ানমারের জান্তা সরকারের প্রতি নিন্দা জানিয়েছে।
আন্তর্জাতিকভাবে জান্তা সরকারের উপর চাপ বাড়ার পাশাপাশি শনিবার মিয়ানমারের অভ্যুত্থানের বিরোধীরা আরও বড় বিক্ষোভের পরিকল্পনা করেছেন। খবর রয়টার্সের
শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় রুবি খনির শহর হিসেবে পরিচিত মোগোকে বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন।
সানবিডি/এনজে