চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২০ ২০:৪৮:৩৮


বন্দর নগরী চট্টগ্রামে মাস্ক না পরার অপরাধে ৩০ জনকে জরিমানা করা হয়েছে।আজ শনিবার বিকেলে নগরের পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করোনা সংক্রমণ প্রতিরোধে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক  বলেন, চট্টগ্রাম নগরের পতেঙ্গা সি-বিচে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়। এ ব্যাপারে তাদের সতর্কও করা হয়েছে। মাইকিং করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। একই সঙ্গে বিনোদন কেন্দ্রে না আসতেও নিরুৎসাহিত করা হচ্ছে।

সানবিডি/এনজে