তামা সংকটের মুখে পড়তে পারে বিশ্ব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২১ ১৪:০৩:০২
আধুনিক বিশ্বে অর্থনীতি ও সমৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ধাতু হচ্ছে তামা।প্রতিদিনের প্রয়োজনে বিভিন্ন খাতে তামার ব্যবহার বিশ্বসভ্যতাকে আরো সমৃদ্ধ করেছে। তামা উন্নয়ন সংস্থার তথ্যমতে, বিশ্বে উৎপাদিত মোট তামার প্রায় ৬৫ শতাংশ বৈদ্যুতিক খাতে, ২৫ শতাংশ শিল্প খাতে এবং অবশিষ্ট ১০ শতাংশ পরিবহন ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয়।
তবে বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী উৎপাদিত তামার পরিমাণ যথেষ্ট নয়। এ অবস্থার উত্তরণ না ঘটলে তামার বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বিশ্ব। এমনকি এক দশকের মধ্যেই মূল্যবান ধাতুটির অপ্রতুলতা বিশ্ববাণিজ্য ও উন্নয়ন খাতকে মারাত্মক সংকটে ফেলবে বলেও মনে করছেন তারা। খবর ব্লুমবার্গ।
এ ব্যাপারে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স কোম্পানি সিআরইউ গ্রুপের এক পূর্বাভাসে বলা হয়, বছরে তামার বৈশ্বিক ঘাটতি প্রায় ৪৭ লাখ টন। ২০৩০ সালের মধ্যে এ ঘাটতি পোষাতে হলে এ খাতের আরো ১০ হাজার কোটি ডলার অতিরিক্ত ব্যয় করতে হবে বিশ্বকে। বিদ্যুৎ ও পরিবহন খাতের উন্নয়ন ঘটাতে হলে তামা শিল্পের সমৃদ্ধির কোনো বিকল্প নেই।
সানবিডি/এনজে