জনতা ব্যাংক ভবনে মুজিব কর্নার স্থাপন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২১ ১৫:৫৪:৩০


জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ মার্চ) ভার্চুয়াল মাধ্যমে মুজিব কর্নারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মুজিব কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, তার অমর বাণী, ৬ দফা, ব্যবহারের জিনিস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নামকরণ ইত্যাদি স্থান পেয়েছে।

জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রমুখ।