স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের স্বারক কার্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-২১ ১৯:২৮:০১


মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বারক কার্ডসহ ছয়টি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু করতে যাচ্ছে স্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

রবিবার (২১ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাধীন বাংলাদেশের ‘অগ্রগতি ও সমৃদ্ধির ৫০ বছর’ উপলক্ষে এক আলোচনা সভায় ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বিষয়টি জানান।

তিনি বলেন, দেশের উন্নয়নের পথে সঞ্চালক হিসেবে বিগত বহু বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী ।

‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে আমরা মনে করি এখন বাংলাদেশের সময় – এখনই সময় এক নতুন উচ্চতায় পৌঁছানোর। বিগত ৫০ বছরে অগ্রগতি ও সমৃদ্ধির পথ অতিক্রম করে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় অংশ হতে পারাটা আমাদের জন্য বিশেষ সম্মানের বিষয়।’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ছয়টি পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে হাজির হয়েছি।

১. স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে গ্রাহকের জন্য স্বারক কার্ড করা হবে। প্রতিটি স্বারক কার্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধ যাদুঘরে ৫০০ টাকা করে অনুদান দেয়া হবে।

২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানে ব্যাটেল অফ দা কর্পোরেট ব্যান্ডস অনুষ্ঠান।

৩. ঐতিহাসিক দিনে বাংলাদেশের জাতীয় কবির রচিত গান নিয়ে একটি বিশেষ মিউজিক ভিডিও প্রযোজনা করা হয়েছে। ১০০ জন জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পীরা এই ভিডিও তে অংশগ্রহণ করবে যা ২৬ মার্চ রাত ১২:০১ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে ।

৪. স্বাধীনতা দিবসে স্ট্যানচার্টের উদ্যোগে অদম্য পদযাত্রায় শতাধিক কর্মীবৃন্দ ‘শোক থেকে শক্তি’ শীর্ষক থিমে পদযাত্রা করবেন। মুক্তিযুদ্ধ যাদুঘর এবং অভিযাত্রি নামক তরুণদের একটি গ্রুপ যৌথভাবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করেছে।

৫. স্বাধীনতার পঞ্চাশতম বছরজুড়ে দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক হিসেবে বৈশ্বিক পরিধি ও পণ্য কাজে লাগানোর সক্ষমতা আনতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা।

৬. স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ব্যাংকটির সাবেক কর্মীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদের স্বীকৃতি প্রদানের পদক্ষেপ গ্রহণ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস। বামবা’র প্রেসিডেন্ট সাফিন আহমেদ; জেমস অফ নজরুল-এর প্রতিনিধি সাদিয়া আফরিন মল্লিক; অভিযাত্রী-এর প্রতিনিধি নিশাত মজুমদার; মুক্তিযুদ্ধ যাদুঘর-এর ট্রাস্টি ও মেম্বার সেক্রেটারি সারা জাকের।