বাজারে এলো ইয়ামাহার নতুন এক্সএসআর ১৫৫ মোটরসাইকেল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২২ ১৩:৫৬:৫৫


ইয়ামাহা বরাবরই গ্রাহকদের জন্য নিত্যনতুন মডেলের মোটরসাইকেল নিয়ে আসে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। বছরের সবচেয়ে আলোচিত ও গ্রাহকের বহুল কাঙ্ক্ষিত বাইক ছিল ইয়ামাহা এক্সএসআর ১৫৫ বাইকটি।

গত শনিবার (২০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাইকের লঞ্চিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইয়ামাহা প্রথম থাইল্যান্ডের তৈরি একটি মডেল দেশের বাজারে আনলো।

১৫৫ সিসির ভিভিএ ইঞ্জিন সমৃদ্ধ এ বাইকটিতে রয়েছে ডুয়েল পারপাস টায়ার, ফুল এলসিডি মিটার, ১০ লিটার ফুয়েল ক্যাপাসিটিসহ আরও অনেক ফিচার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় এসিআই মটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টিরও বেশি 3S ডিলার পয়েন্ট রয়েছে।