করোনার ভ্যাকসিন নিলেন শায়খ সুদাইসি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২২ ১৭:৪৮:৪০


প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রেসিডেন্ট, প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি। এ সময় উপস্থিত ছিলেন পবিত্র নগরী মক্কার হেলথ ক্লাস্টারের সিইও ড. দিলশান আলি আব্বাস।

রোববার (২১ মার্চ) বাদশাহ আব্দুল্লাহ মেডিকেল সিটির করোনা ভ্যাকসিন সেন্টারে এ টিকা নিয়েছেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি।

সৌদি আরব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দেশের নাগরিক ও দেশটিতে অবস্থানকারীদের মহামারি করোনায় যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

শায়খ সুদাইসিসহ হারামাইন কর্তৃপক্ষ সৌদি আরবের গৃহীত পদক্ষেপ, নাগরিক ও অবস্থানকারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিষেবা দেয়া নিয়ে সরকারের প্রশংসা করেছেন।

গত সপ্তাহে এক বিবৃতিতে সুদাইসি বলেন, পবিত্র মক্কা ও মদিনা শরিফ আসতে আগ্রহীরা কোভিড ভ্যাকসিন নিন। আপনি সুস্থ থাকুন। অন্যদেরও সুস্থ রাখুন।

সূত্র: আল-আরাবিয়া

/এ এ