ভারতে বাস-অটোর সংঘর্ষে ১২ নারীসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৩ ১২:২৯:৪৮


ভারতের মধ্যপ্রদেশে একটি দ্রুতগতির বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১২ জনই নারী বলে খবরে জানা গেছে।

মঙ্গলবার সকালে গোয়ালিয়র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এনডিটিভির খবর বলছে, এসব নারীরা আঙ্গাওয়ান্দি কেন্দ্রে রান্নাবান্নার কাজ করতেন। কর্মস্থল থেকে তারা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

গোয়ালিয়রের এসপি অমিত সাঙ্গি বলেন, আট নারী ও অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিরা আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন।