পুঁজিবাজারের উন্নয়নে মন্ত্রনালয় সবসময় তৎপর: আসাদুল ইসলাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৩ ১৪:২৪:৫৩


পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পুঁজিবাজার একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য তৎপর আমরা। এই লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

২৩ (মার্চ) ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অর্থমন্ত্রী হিসেবে জনাব আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি / এমএইচআর