ভাল কোম্পানি লিস্টেড হলে বোম্বে এক্সচেঞ্জের মত হব: শাকিল রিজভী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৬:২০:১৭
দেশের পুঁজিবাজারে ভাল কোম্পানি লিস্টেড হলে আমরা বোম্বে এক্সচেঞ্জের কাছাকাছি যাব। তার জন্য প্রয়োজন অনেক লিস্টিড কোম্পানি।
মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজিত ‘স্বাধীনতার সূবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় ডিএসই সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, সোনার বাংলা গড়ার যে প্রত্যয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্নেই আমরা উজ্জিবিত আছি এখন । এবং উনি যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বংলার স্বপ্ন নয়, বাস্তবায়নের দিকে দেখতে পাচ্ছি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, অর্থমন্ত্রী হিসেবে জনাব আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।