ওয়েবসাইট বিড়ম্বনায় ডিএসইর ক্ষমা প্রার্থনা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৪:৫২:৪৬


পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ প্রযুক্তিগত কারণে ২২ মার্চ (সোমবার) ওয়েবসাইটে লেনদেনের তথ্য কিছু সময়ের জন্য আপডেট না হওয়ার কারণে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে  । মঙ্গলবার (২৩ মার্চ) নিজেদের ওয়েবসাইটে ক্ষমা চেয়ে এক বার্তা আপডেট করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই জানিয়েছে, সোমবার ২২মার্চ প্রযুক্তিগত সমস্যার কারণে ডিএসইর লেনদেনের লাইভ তথ্য ওয়েবসাইটে আপডেট কিছু সময়ের জন্য স্থগিত ছিল। অযাচিত এই অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

উল্লেখ্য, ২২ মার্চ (সোমবার) শুরু থেকে ২০ মিনিট পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটের সমস্যার কারণে লেনদেনের তথ্য আপডেট বন্ধ ছিল। এ সময় বিনিয়োগকারীরা একপ্রকার অন্ধকারের মধ্যে ছিল। লাইভ আপডেট দেখতে না পেয়ে অনেক বিনিয়োগকারী হতাশা প্রকাশও করেন। তবে ২০ মিনিট পরে সমস্যার সমাধান হলে বিনিয়োগকারীরা স্বস্তির নিশ্বাস ফেলেন।

এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ৪৬ মিনিট অন্ধকারে রেখেছিল ডিএসই। ওই দিন লেনদেন শুরুর ১ ঘণ্টা ১৪ মিনিটের মাথায় ডিএসইর ওয়েবসাইটে আপডেট তথ্য দেয়া বন্ধ করে দেয়া হয়। ৪৬ মিনিট পর ১২টা থেকে আবার আপডেট তথ্য দেয়া শুরু করে ডিএসই। তবে বৃহস্পতিবারের ওই ঘটনার জন্য কোনো প্রকার দু:খ প্রকাশ করেনি ডিএসই।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:৫০/২৩/৩/২০২১