দর পতনের শীর্ষে আজিজ পাইপস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৬:১১:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪৫ বারে ২ লাখ ৫৯ হাজার ৯১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৯২ বারে ৩ লাখ ২১ হাজার ৫৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩হাজার ২৫১ বারে ৮৮ লাখ ৮৬ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-  আনলিমা ইয়ার্নের ৫ দশমিক ৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪ দশমিক ৬৮ শতাংশ, সোনালী আঁশের ৪ দশমিক ৬৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪ দশমিক ৩৪ শতংশ, জিবিবি পাওয়ারের ৪ দশমিক ১৬ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:১১/২৩/৩/২০২১