ফরিদপুরে জুট মিলে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৯:১১:৩০


ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে মেসার্স করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুরসহ পাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক দল দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ফরিদপুর ছাড়াও পাশ্ববর্তী এলাকা হতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, ১৯নং গোডাউনের বেল করা পাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দকমল বাহিনী আগুন নিয়স্ত্রণে আনায় সেটি পাশের গোডাউনে ছড়িয়ে পড়তে পারেনি। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোডাউনে রাখা পাটের বেলগুলো থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী কানাইপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান চাঁন জানান, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরিদপুরের কানাইপুর ইউপি চেয়ারম্যান বলেন, আগুনে গোডাউনের প্রায় তিন কোটি টাকার পাট পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।