বেতন বাড়ছে ইবতেদায়ি মাদরাসা প্রধানদের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৯:৪০:৩৬
বেতন বাড়ানো হচ্ছে ইবতেদায়ি মাদরাসা প্রধানদের। সংশোধিত এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) নীতিমালায় ১১তম গ্রেডে তাদেরকে বেতন দেওয়া হবে। মাদরাসা শিক্ষা অধিদফতর এপ্রিলে মাসে শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন নিতে শুরু করবে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ২৩ নভেম্বর এ সংক্রান্ত সংশোধিত এমপিও নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে অধিদফতর বলছে, ইবতেদায়ির প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালায় একবছর আগে এই গ্রেডে তাদের বেতনের কথা বলা হলেও তারা এখন পর্যন্ত বেতন পাচ্ছেন ১৫তম গ্রেডে। এ বিষয়টি অধিদফতর বিবেচনায় নিয়ে তাদেরকে ১১তম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছে।
সানবিডি/এনজে