প্রাইম ব্যাংক ও বেঙ্গালুরের সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল’র চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ২০:৩৮:০৮


সম্প্রতি প্রাইম ব্যাংক ও ভারতের বেঙ্গালুর ভিত্তিক হাসপাতাল সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল এর চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ চুক্তির ফলে গ্রাহকরা হাসপাতালটিতে বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি মাসুদুল হক ভূঁইয়া ও সাইটকেয়ার ক্যান্সার হাসপাতালের কো-ফাউন্ডার এবং সিইও সুরেশ রামু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডার এবং প্রায়োরিটি ব্যাংকিং মোনার্ক গ্রাহকবৃন্দ সাইটকেয়ার ক্যান্সার হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।