গাইবান্ধায় বসত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৩
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৩-২৪ ২০:১১:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বসত বাড়িতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৪ মার্চ) সন্ধায় ওই ঘটনা ঘটে। তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি।
বিস্ফোরণে নিহত ৩ জন হলেন অহেদুল (৩৬), সোবহান মিয়া (৪০) ও বোরহান উদ্দিন প্রধান (৩৬)। নিহত বোরহান উদ্দিন প্রধান ওই গ্রামের আবুল কাসেম প্রধানের ছেলে, অহেদুল ইসলাম একই গ্রামের কবির মিয়া ছেলে ও মো. সোবহান মিয়ার বাড়িও একই গ্রামে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ২ জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনও বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে নিশ্চিত করতে পারবেন কী বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে। নয়াপাড়া গ্রামের ওই বাড়িকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় সৃষ্টি হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।