সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে পাংশায় মানববন্ধন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৫:০৫:৫৫


সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলা-লুটপাট ও মাগুরায় ধর্মান্তরিত হতে চাপ প্রয়োগের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় একত্রিত ভাবে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পাংশা পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে পাংশার কালিবাড়ি মোড় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কয়েকশ নারী পুরুষ অংশ নিয়ে প্রতিবাদ প্রদর্শন করেন।

পাংশা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসুর উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস প্রমুখ। এছাড়াও পাংশা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের পদে থাকা নেতৃবৃন্দ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘এ দেশে অন্য সম্প্রদায়ের মানুষের যেমন অধিকার আছে তেমনি আমাদেরও অধিকার আছে। আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই। সম্প্রতি ধারাবাহিক কয়েকটি ঘটনা আমাদের মধ্যে ভীতির সঞ্চার ঘটাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় আমরা চিন্তিত।’ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-লুটপাট ও হত্যাচেষ্টার দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়ে তারা বলেন, ‘সবসময় সংখ্যালঘুদের উপরে আঘাত আসে। তবে সে আঘাতের ক্ষতির কোন সুষ্ঠু বিচার হয়না। আর কত সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত হলে রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাংবে?’