মিয়ানমারের রাজপথে হাজারও মানুষের বিক্ষোভ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৫ ১৫:০৬:০৯


মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে বৃহস্পতিবারও হাজার ‍হাজার মানুষ অংশ নিয়েছেন।আগের দিন দেশটিতে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘরের থাকার কর্মসূচি দেওয়া হয়েছিল।

দেশটির বাণিজ্যিক রাজধানী  ইয়াঙ্গুন, কেন্দ্রীয় শহর মোনইয়াও ও আরও কয়েকটি বড় শহরে রাস্তায় লোকজনকে বিক্ষোভ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও সামাজিকমাধ্যমের পোস্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মোনইয়া শহরে ‘আমরা কী ঐক্যবদ্ধ?’ ‘হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ’; ‘বিপ্লব অবশ্যই জয়ী হবে’ বলে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন।

নান্ত খি ফিউ আই নামের একজন বলেন, অনেক তরুণ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা প্রতিদিন বিক্ষোভ করতে চাচ্ছেন। একদিনও বাদ দিচ্ছে চাচ্ছেন না।

হিনথার মিডিয়া করপোরেশন জানিয়েছে, মওলামিয়ান শহরের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সেখান থেকে আটক হয়েছেন ২০ জন।  এ ছাড়া দুজন আহত হয়েছেন।

সানবিডি/এনজে