ভারতে পাচারকালে ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৬:৫৯:২১
দিনাজপুরে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৩৮৪ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে পোনাগুলো নিলামে বিক্রি করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেননি বিজিবি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোরে দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় দক্ষিণ দাউদপুর কাঁচা রাস্তার ওপর থেকে পোনাগুলো জব্দ করা হয়। বিজিবির দাউদপুর ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় দাউদপুর ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ দাউদপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তা দিয়ে ভ্যানে করে কয়েকটি ড্রাম নিয়ে যাচ্ছিল ভ্যানচালক। পরে সেই ভ্যানে থাকা ড্রামগুলো তল্লাশি করে সেখানে ৪টি ড্রামে শিংমাছের পোনা জব্দ করা হয়।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে পোনাগুলো নিলামে বিক্রয় করা হয়।
জানতে চাইলে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুসারে শিং মাছের পোনাগুলো নিলামে বিক্রয় করা হয়েছে। চারটি ড্রামে থাকা ৩৮৪ কেজি শিং মাছের পোনা ভ্যাটসহ মোট ১ লাখ ৫৩ হাজার ৬শ টাকা মূল্যে নিলাম করা হয়েছে।