কয়েলের আগুনে কৃষকের সব পুড়ে ছাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৮:৩৯:২১


বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে সাঈদ জামান নামে এক কৃষকের তিনটি ঘর ও ১৩টি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। এ ঘটনায় কৃষক সাঈদ জামান অগ্নিদগ্ধ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে মুরাদপুর মধ্যপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষক সাঈদ জামান মুরাদপুর মধ্যপাড়া সিরাজুল ইসলামের ছেলে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মশার কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। এরপর আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পৌঁছানোর আগেই ৩টি টিনের ঘর, ৩টি গরু ও ১০টি ছাগল, আসবাবপত্রসহ টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গরুর গোয়ালঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।