মুন্সিগঞ্জে ১৩০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৭ ১৫:৩৫:২৩
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ১৩০ মণ জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ।এসময় দু’জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জাটকা বহনে ব্যবহৃত একটি ট্রাক ও সিএনজি জব্দ করা হয়।
আজ শনিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় বেতকা চৌরাস্তায় ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ।
এই অভিযানে আটক ব্যক্তিরা হলেন, লৌহজংয়ের ট্রাকচালক শাহিন শিকদার ও সদরের সিএনজিচালক মিরাজ হোসেন।
এ অভিযানে ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে ১৩০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে গাড়ির চালকদের আটক করা হয়।’
সানবিডি/এনজে