মিয়ানমারে ৬৪ বিক্ষোভকারীকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৭ ১৯:০৪:২২
মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস পালনের দিনে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। আজ শনিবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। সেনা সরকারের হুঁশিয়ারি অমান্য করে সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে গুলি চালায় সশস্ত্র নিরাপত্তা বাহিনী।
আইনপ্রণেতাদের সংগঠন সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা বলেন, সশস্ত্র বাহিনীর জন্য একটি লজ্জার দিন। তিনশ’র বেশি মানুষকে গুলি করে হত্যার পর তারা সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছে।
সানবিডি/এনজে