ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের ওয়ালটন কারখানা পরিদর্শন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৮ ১৪:৫৯:৫৫
পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যরা বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। কারখানা পরিদর্শনের উদ্দেশ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, আইসিটি ডিভাইস ও এক্সেসরিজের মতো উচ্চ প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্পের দ্রুত অগ্রগতি সম্পর্কে বাস্তব জ্ঞান ও ধারণা অর্জন করা।
রোববার (২৮ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সিএমজেএফের ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেন। সফরে ছিলেন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আগত প্রতিনিধিদলের সদস্যরা ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। তারপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ পর্যায়ক্রমে ঘুরে দেখবেন বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া, মেটাল কাস্টিং, ফাউন্ড্রি, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এসএমটি প্রোডাকশন, পিসিবি, কম্পিউটার এবং মোবাইল ফোন উৎপাদন ইউনিটসহ বিভিন্ন পণ্যের গবেষণা ও উন্নয়ন বিভাগ।
সকালে কারখানায় অতিথিরা পৌঁছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার ও হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, ইউসুফ আলী, কোম্পানি সচিব পার্থ প্রতীম দাশ, ইয়াসির আল ইমরান, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ আরও অনেকে।