ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুট বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৮ ১৭:০২:১২
দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল ৯টা ২০ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ দুটি বন্ধ।
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস পৈরতলা রেলগেটে পৌঁছলে বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করে ট্রেনটিতে ইটপাটকেল ছোড়া শুরু করলে চালক অবস্থা বেগতিক দেখে ট্রেনটি ফিরিয়ে তালশহর স্টেশনে নিতে বাধ্য হন। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসও অবরোধের মুখে ফিরিয়ে ভৈরব রেলস্টেশনে নিয়ে আটকানো হয়েছে। এছাড়াও আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকা পড়েছে। এ ঘটনায় আরও কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সোয়েব জানান, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
সানবিডি/এনজে