বাংলাদেশে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী সৌদি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৮ ২০:২৩:৩২


বাংলাদেশের বিভিন্ন খাতে ১৫ বিলিয়ন ডলার অর্থাৎ দেড় হাজার কোটি ডলার বিনিয়োগের অপেক্ষায় রয়েছে সৌদি। আজ রবিবার বিকেলে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান তাঁর দপ্তরে কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানান।

এসময় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান আরো জানান, সৌদি প্রতিষ্ঠানগুলোই কেবল বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এমন নয় বাংলাদেশের বিনিয়োগকারীদেরও সৌদি আরবে বিনিয়োগে উত্সাহিত করা হয়েছে।

সানবিডি/এনজে