ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকান্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৪:৩৩:০৮


ইন্দোনেশিয়ার সরকারি একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার ভোরে জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন বালাগান তেল শোধনাগারটিতে প্রতিদিন প্রায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়।

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। এখান থেকেই বৃহত্তর জাকার্তার তেল সরবরাহ হয় বলে এর গুরুত্ব আরও বেশি।

এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, প্রায় ৯৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

সানবিডি/এনজে