শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৫:৩৩:২৭
ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সোমবার (২৯ মার্চ) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন দু’দলের অধিনায়কই ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, ‘ট্রফিটা আমি দেশে নিয়ে যেতে চাই। আশা করি, আমরাই ভালো খেলব এবং জিতব। দল হিসেবেও নেপালের চেয়ে এগিয়ে আছি আমরা।’
নেপাল ফুটবল দলের অধিনায়ক কিরন কুমার লিম্বু বলেন, ‘গত দুই ম্যাচের পারফরমেন্সে খুবই খুশি আমি। খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে আমার। ফাইনালে ট্রফিটা নিজেদের দেশে রেখে দিতে পারব আশা রাখি।’
টুর্নামেন্টে এ পর্যন্ত দুই দলের যে পারফরমেন্স তাতে দু’দলই সমান অবস্থান বলা চলে। তবে ফাইনালে শিরোপা কে জেতে সেটিই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
/এ এ খান