এবি ব্যাংক-‘নিজের বলার মতো একটা গল্প’র সমঝোতা চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৮:০৯:৪৭


সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশের উদ্দ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প’ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায়, ‘নিজের বলার মতো একটি গল্প’ এবং এবি এজেন্ট ব্যাংকিং যৌথভাবে সারাদেশে এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও এজেন্ট ব্যাংকিং প্রসারণের কাজ করবে।

এবি ব্যাংক লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ মিজানুর রহমান এবং ‘নিজের বলার মতো একটা গল্প’ এর প্রধান নির্বাহী ইকবাল বাহার জাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সানবিডি/এমএইচ আর