তিতাসের কালো তালিকাভুক্ত হলো ৫৬ ঠিকাদারি প্রতিষ্ঠান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৮:৫১:২১


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্য‍ান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নানা অভিযোগের প্রেক্ষিতে ৫৬ ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকভুক্ত করে নাম প্রকাশ করেছে।

আজ সোমবার (২৯ মার্চ) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে তিতাস। প্রতিষ্ঠানটির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদার কো-অপ্ট সদস্য কাওসার আহমেদ এবং ঠিকাদার নিয়ন্ত্রণের সদস্য সচিব স্বাক্ষরিত অফিস আদেশে ৫৬ ঠিকাদারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তি বাতিল করে কালো তালিকার আওতাভূক্ত করা হয়।

১.১ ও ১.২ শ্রেণির ৫৬ ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে কিছু কালো তালিকাভুক্ত, কিছু প্রতিষ্ঠান তালিকা থেকে বাতিল করে কালো তালিকায় দেওয়া হয়েছে। এছাড়াও কিছু প্রতিষ্ঠানকে সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং আদালত সংক্রান্ত জটিলতায় রয়েছে দুটি প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলো কালো তালিকাভুক্ত হয়েছে- মেসার্স হুমায়ন এন্টারপ্রাইজ, মেসার্স রিজিয়া গ্যাস সার্ভিসেস, মেসার্স স্বদেশ এন্টারপ্রাইজ, মেসার্স শুভ এন্টারপ্রাইজ, মেসার্স এ আর মেসার্স এন্টারপ্রাইজ, মেসার্স সুপারসিক অ্যাপোলো, মেসার্স রায়হান গ্যাস, মেসার্স মেট্রো কন্সট্রাকশন কোং, মেসার্স রিয়াদ গ্যাস কোং, মেসার্স বিক্রমপুর অ্যাসোসিয়েট, মেসার্স খান ট্রেডার্স, মেসার্স জিয়া এন্টারপ্রাইজ, মেসার্স নিপা এন্টারপ্রাইজ, মেসার্স জনতা এন্টার প্রাইজ, মেসার্স আপন এন্টারপ্রাইজ, মেসার্স চৌধুরী কন্সট্রাকশন কোং, মেসার্স হুসাইন এন্টারপ্রাইজ, মেসার্স জহির ইঞ্জিনিয়ারিং, মেসার্স মা ইন্টারন্যাশনাল, মেসার্স আল জাবলে নূর কন্সট্রাকশন কোং, মেসার্স আল মদিনা গ্যাস সার্ভিসেস, মেসার্স মামুন এন্টারপ্রাইজ, মেসার্স আশা এন্টারপ্রাইজ, মেসার্স বিহান ইঞ্জিনিয়ারিং, মেসার্স এফ রহমান অ্যান্ড সন্স, মেসার্স এস ইসলাম এন্টারপ্রাইজ, মেসার্স রহমান সন্স, মেসার্স উদয়ন এন্টারপ্রাইজ, মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ, মেসার্স মিরাজ ব্রাদার্স, মেসার্স সৈয়দাবাদ ইন্টারন্যাশনাল, মেসার্স এ হোসেন এন্টারপ্রাইজ, মেসার্স ঝুমুর এন্টারপ্রাইজ, মেসার্স স্মৃতি এন্টারপ্রাইজ, মেসার্স আনোয়ার গ্যাস সার্ভিস, মেসার্স চাচা ভাতিজা গ্যাস কোং।

তালিকাভুক্ত থেকে বাতিল করে কালো তালিকাভুক্ত করা হয়েছে, মেসার্স এফ এম ইন্টারন্যাশনাল, মেসার্স মজুমদার গ্যাস সার্ভিস, মেসার্স শফি এন্টারপ্রাইজ, মেসার্স ফাহিম কনস্ট্রাশন, মেসার্স সামি এন্টারপ্রাইজ, মেসার্স আল উদ্দিন এন্টারপ্রাইজ, মেসার্স সালসাবিল এন্টারপ্রাইজ, মেসার্স সুমাইয়া করপোরেশন, মেসার্স জে কে করপোরেশন, মেসার্স জনপ্রিয় গ্যাস কোং, মেসার্স আনন্দ গ্যাস সার্ভিস, মেসার্স এ এম এন্টারপ্রাইজ এবং মেসার্স রানা ইঞ্জিনিয়ারিং কোং, মেসার্স কাজী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানকে।

এছাড়া মেসার্স জহির ইঞ্জিনিয়ারিং ও মেসার্স ত্রিবেনী ইন্টারন্যাশনালের ওপরে আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সাময়িক স্থগিত করা হয়েছে, মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, মেসার্স এম এ আর গ্যাস কন্সট্রাকশন কোং ও মেসার্স জননী এন্টারপ্রাইজকে।

তালিকা থেকে বাতিল হয়েছে, মেসার্স ভূঁইয়া গ্যাস সার্ভিস এবং মেসার্স প্রান্তিক কনস্ট্রাশনকে তিতাসের তালিকা থেকে বাদ দিয়ে পুনরায় তালিকায় যুক্ত হওয়ার অযোগ্য উল্লেখ করা হয়েছে।

সানবিডি/এনজে