সারাদেশে গ্রামীণফোনের সকল নেটওয়ার্ক এখন ফোরজি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৯:০৫:৫০
দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণফোনের সব টাওয়ার এখন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন সেবা ফোরজিনেটওয়ার্কের আওতায় এসেছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৫ হাজার ৫০০ টাওয়ার শতভাগ ফোরজি সক্ষম করে তোলার মাধ্যমে দেশের সব প্রান্তে সম্ভাবনা উন্মোচনে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে গ্রামীণফোন।
রোববার গ্রামীণফোন এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিএফও ইয়েন্স বেকার এবং সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব।
বিগত ২৪ বছর আগে দেশের সব মানুষকে মোবাইল কানেক্টিভিটির আওতায় আনতে যাত্রা শুরু করে গ্রামীণফোন। দেশব্যাপী নেটওয়ার্ককে ফোরজি’র আওতায় আনার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনের পথে যাত্রার পার্টনার হিসেবে অঙ্গীকারের ব্যাপারে নিজেদের অবস্থান ফের নিশ্চিত করলো গ্রামীণফোন।
সানবিডি/এনজে