আগামীকাল আসছে মেট্রো রেলের ৬ বগি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৯ ২০:১৫:২৯


বিদেশ থেকে আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) মোংলা বন্দরে আসছে মেট্রো রেলের ছয়টি রেলওয়ে কারের (বগি) প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে এ কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন মোংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বিদেশি ওই জাহাজটি মেট্রোরেলের অত্যাধুনিক ও মূল্যবান এ মালামাল নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে আমদানিকৃত এই রেলওয়ে কার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান ।

এ ব্যাপারে তিনি জানান, রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সানবিডি/এনজে